ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সিলেটে পর্যটকের আগমন বেড়েছে

প্রকাশিত : ১৯:৩৮, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ২৭ জানুয়ারি ২০১৭

ঘুরে দাঁড়াচ্ছে সিলেটের পর্যটন খাত। অবকাঠামোগত উন্নয়নসহ সরকারের নানা উদ্যোগের সঙ্গে বেড়েছে ব্যক্তিখাতে বিনিয়োগ। চলতি শীত মৌসুমে অন্যান্য যে কোনো বছরের তুলনায় জেলার বিভিন্ন স্পটে বেড়েছে পর্যটকের আগমন। নদীর পানিতে পাহাড় থেকে নেমে আসা নানা আকৃতির পাথর। সেই পাথরে বসে নদীর স্বচ্ছ পানিতে আনন্দে মেতেছেন পর্যটকরা। এই দৃশ্য জাফলংয়ের পাইন নদীর। আগের চেয়ে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় জাফলং ছাড়াও বিছনাকান্দি, রাতারগুল, পান্তুমাই, লোভাছড়াসহ জেলার বিভিন্ন স্পটে ভীড় বেড়েছে পর্যটকদের। রাজধানী ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে অনেকেই আসছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। সরকারের পাশাপাশি পর্যটকদের সুযোগ-সুবিধা দিতে বেসরকারিখাতেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। এ কারণেই পর্যটকদের আকর্ষণ বাড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। যোগাযোগ ব্যবস্থাসহ পর্যটন এলাকাগুলোর অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। পর্যটন স্পটগুলোকে আরও আকর্ষণীয় করতে অবকাঠামো উন্নয়নসহ প্রবাসীদের বিনিয়োগ বাড়নোর প্রত্যাশা স্থানীয়দের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি