ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হত্যা মামলায় চট্টগ্রাম, রংপুর, গাজীপুর ও নাটোরে ১৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১৮:৩৩, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

হত্যা মামলায় চট্টগ্রাম, রংপুর, গাজীপুর ও নাটোরে ১৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। হিমেল দাশ হত্যা মামলায় চট্টগ্রামে ৬ জন, বোনকে গলাকেটে হত্যার দায়ে রংপুরে ভাইসহ ৫ জন এবং শিশুসহ আলাদা দু’টি হত্যা মামলায় নাটোর ও গাজীপুরে ২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। ২০১১ সালের ৮ই মে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী হিমেল দাশ বন্ধুদের সঙ্গে বান্দরবানে বেড়াতে যায়। পরে ১৪ই মে নাগাঝিরি পাহাড় থেকে হিমেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ’ ঘটনায় হিমেলের মা ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে চট্টগ্রাম দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সেলিম মিয়া হিমেলের চাচাসহ ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রংপুরে বোনকে গলাকেটে হত্যার অভিযোগে ভাই আব্দুল মজিদসহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। ২০০৬ সালের ৯ই মার্চ রাতে পীরগঞ্জের পারকুমারপুর গ্রামের আনজিলা বেগমকে বাসা থেকে ডেকে নিয়ে ছোট ভাই আব্দুল মজিদ ও তার সহযোগীরা গলাকেটে হত্যা করে। নাটোরের লালপুরে ৮ বছর আগে ছয় বছরের শিশু মোসাদ্দিকা খাতুন মুক্তিকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার দায়ে সাহারুল নামে প্রতিবেশী এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এই আদেশ দেন। এছাড়া, গাজীপুরের টঙ্গীতে নূরুল ইসলাম হত্যা মামলায় রমজান ওরফে মকবুল কসাইকে মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি