ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নেদারল্যান্ডসের বিপক্ষে কর্ষ্টাজিত জয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু বাংলাদেশের

প্রকাশিত : ১৯:২৪, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৭, ৯ মার্চ ২০১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে কর্ষ্টাজিত জয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করল বাংলাদেশ । র্ধমশালায় অনুষ্ঠিত বাছাই  পর্বে এ গ্র“পের প্রথম ম্যাচে ডাচদের ৮ রানে হারিয়েছে মাশরাফি বাহিনী ।  জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রানে থেমে যায় ডাচদের ইনিংস। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। wct20তাসকিনের করা ম্যাচের শেষ বল থেকে ১ রান আসার সাথে সাথে অনেক স্বস্তির জয় পেলো বাংলাদেশ । টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা টি-টুয়েন্টির মেজাজে ছিলনা।  খোলস ছেড়ে বেরিয়ে হাত খুলে মারতে গিয়ে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ব্যাক্তিগত ১৫ রানে প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার সৌম্য সরকার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বিশেষ করে অভিজ্ঞ সাকিব আর মুশফিকের অতিরিক্ত আত্মবিশ্বাসী আর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দলকে চাপে ফেলেছে তবে, এক প্রান্ত আগলে রেখে দারুন ব্যাটিং করতে থাকেন আরেক ওপেনার তামিম ইকবাল। মাত্র ৫৮ বলের ঝড়ো ইনিংসে ৬টি বাউন্ডারি আর তিনটি দৃষ্টি নন্দন ওভার বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন এই ড্যাশিং ওপেনার। টি-টুয়েন্টির ক্যারিয়ারে এই স্কোর তামিমের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তামিম ছাড়া অন্য কোন ব্যাটসম্যানই ১৫ এর কোটা পার হতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলার চেষ্টা করে দুই ডাচ ওপেনার বারেসি ও মাইবার্ফ। বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন আল-আমিন। এই পেইসারের বলে ডিপ মিড উইকেটে সাব্বিরকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান কিপার ব্যাটসম্যান বারেসি। মাঝে মাইবার্ফ ও বেন কুপার লড়াইয়ের আভাস দিলেও সাকিব-নাসিরের ঘূর্ণি যাদুতে বেশী দূর যেতে পারেননি। শেষ দিকে জয়ের আভাস দিলেও অভিজ্ঞতার কাছে হার মানতে হয় নেদারল্যান্ডসেকে। ডাচদের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে সংগ্রহ করেন ওপেনার মাইবার্ফ ও দলপতি পিটার বোরেন। বাংলাদেশের পক্ষে আল-আমিন ২৪ রানে এবং সাকিব ২৮ রানে নিয়েছেন ২টি করে উইকেট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি