ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারত ও বাংলাদেশ মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে

প্রকাশিত : ১৮:০৪, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৪, ২৭ জানুয়ারি ২০১৭

ভবিষ্যতে ভারত ও বাংলাদেশ মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করেন চট্টগ্রামের নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামে দেশটির সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্টানে তিনি কথা বলেন। সে সময় তিনি ভিসা প্রক্রিয়া আরো সহজ করার কথাও জানান। অনুষ্ঠানে সোমনাথ হালদার বলেন, ঔপনিবেশিক শাসন থেকে রাজনৈতিক মুক্তি আন্দোলনে চট্টগ্রামের স্বাধীনতা প্রেমী মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা, মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীসহ অন্যান্যদের ভূমিকা অনস্বিকার্য। সে সময় তিনি চট্টগ্রামের উন্নয়নে অংশীদার হওয়ার আখাংকা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি