বনশ্রীতে দুই সন্তান হত্যা মামলায় তাদের মা দ্বিতীয় দফায় আরও ৫ দিনের রিমান্ডে
প্রকাশিত : ১৯:৫৫, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ২০:১০, ৯ মার্চ ২০১৬
রাজধানীর বনশ্রীতে দুই সন্তান হত্যা মামলায় তাদের মা মাহফুজা মালেক জেসমিনকে দ্বিতীয় দফায় আরও ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক লোকমান হাকিম আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে, ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে রাজধানীর বনশ্রীতে চাঞ্চল্যকর দুই শিশু হত্যা মামলার একমাত্র আসামি তাদের মা জেসমিনকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ।
পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। জোড়া খুনের হত্যা রহস্য উন্মোচনে আসামিকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
আসামি পক্ষের আইনজীবী আদালতে রিমান্ড বাতিল চান এবং জামিনের আবেদন করেন।
২৯ ফেব্র“য়ারি বনশ্রীতে খুন হন নুসরাত আমান ও আলভী আমান নামে দুই শিশু। পরে মা মাহফুজা মালেক জেসমিন র্যাবের জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় জেসমিনকে আসামি করে শিশুদের বাবা আমানউল্লাহ রামপুরা থানায় মামলা করেন। জিজ্ঞাসাবাদের জন্য ৪ মার্চ জেসমিনকে ৫ দিনের রিমান্ডে নেয় থানা পুলিশ। ৬ মার্চ মামলার তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন