ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রামপাল নিয়ে বিরূপ প্রচারনা চালানো হচ্ছেঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫১, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫২, ২৮ জানুয়ারি ২০১৭

সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণসচেতনতা সৃষ্টির আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশনে, তিনি শিক্ষার্থীদের আত্মঘাতি পথ পরিহারেরও আহবান জানান। রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মিত হলে পরিবেশের ক্ষতি হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-আইইবি’র ৫৭ তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইইবি’র বিভিন্ন কর্মকান্ডের ফলক উন্মোচন, নবীন প্রকৌশলীদের সনদ বিতরন এবং পেশাগত ক্ষেত্রে অনন্য অবদানের জন্যে দু’জন প্রকৌশলীকে সনদ প্রদান করেন তিনি। দেশে নবায়ন যোগ্য জ্বালানীর প্রয়োজনীয়তা তুলে ধরে রামপাল বিদ্যুত কেন্দ্র ইস্যুতে বিশ্বব্যাপী বিরূপ প্রচারনা চালানো হচ্ছে বলে অসন্তোষ জানান প্রধানমন্ত্রী। সুন্দরবন থেকে রামপাল বিদ্যুত কেন্দ্রের দূরত্ব নির্ণয়ের জন্যে তিনি পদযাত্রা করারও পরামার্শ দেন। প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীদেরকে আলোর পথে যাত্রা অব্যহত রাখার আহবান জানান। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে গণ সচেতনতা সৃষ্টি করতে সবার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে আইইবি’র নেতারা তাদের পেশাগত বিভিন্ন সমস্য তুলে ধরে তা সমাধানের দাবী জানান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি