ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২১ জানুয়ারি ২০২০ | আপডেট: ২২:০১, ২১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং কসোভোর মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলো খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমাদের দুই দেশকে দেখতে হবে যে, আমাদের কোন পণ্যগুলো আমরা রপ্তানি এবং কোনগুলো আমদানী করতে পারি।’

আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত ফিউনার উরিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলে তিনি একথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারাদেশে একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি কেননা দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এবং এর বাইরেও একটি ব্যাপক বাজার রয়েছে।’

নবনিযুক্ত কসভোর রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে তাঁর (কসভো রাষ্ট্রদূতের) দায়িত্ব পালনকালিন সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কসোভো রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। ‘সমগ্র বিশ্বে আপনার (শেখ হাসিনা) এবং বাংলাদেশের বিরাট ভাবমূর্তি রয়েছে,’বলেন তিনি। 

কসোভো রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেরও প্রশংসা করেন এবং বলেন, ‘আমি দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলো খুঁজে বের করবো এবং আমি এই সহযোগিতাকে আরো বাড়াতে চাই।’ তিনি বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন প্রসংগে বলেন, ‘আপনাদের আইসিটি খাতটি খুব সমৃদ্ধ।’

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সচিব মো. তোফাজ্জ্বল হোসেন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি