ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্য সফিউল্লাহ সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশিত : ১২:১১, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:১১, ২৯ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্য সফিউল্লাহ সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে সদর তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, মধ্যরাতে ঘরের দরজা ভেঙ্গে কয়েকজন ডাকাত ঘরে ঢুকে। এসময় তাদের বাধা দিতে গেলে তার বাবাকে এলোপাথারি কুপিয়ে ও গুলি করে চলে যায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। নিহত সফিউল্লাহ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি