ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নিরাপত্তার কারণ দেখিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য

প্রকাশিত : ২০:২০, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ২০:২০, ৯ মার্চ ২০১৬

cargoনিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এই ঘোষণার ফলে বাংলাদেশ বিমানে কার্গো পরিবহন ব্যাহত হবে। মঙ্গলবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট শীর্ষক ওই ঘোষণায় যুক্তরাজ্য বলছে, ‘ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু বিষয় পূর্ণ করা হয়নি। অন্তর্বতীকালীন পদক্ষেপের অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে দেওয়া হবে না। তবে ঢাকা থেকে যেসব এয়ারলাইন্স অন্য দেশ হয়ে যুক্তরাজ্যে অবতরণ করে, সেগুলো কার্গো পরিবহন চালিয়ে যেতে পারবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি