ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:১৩, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:১৩, ২৯ জানুয়ারি ২০১৭

শিশু-কিশোররা যেন অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে না পরে সেদিকে বিশেষ নজর দিতে, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী আরো বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ’শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যে শুরু হলো এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। ওসমানী স্মৃতি মিলনায়তানে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে সাক্ষরতার হার ৭১ শতাংশে উন্নীত হওয়ার পাশাপাশি কমেছে স্কুল থেকে ঝড়ে পরা শিশুর হার। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাশের হার। এসব তথ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে মানসম্মত ও যুগোপযোগী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেই সাফল্য এসেছে। শিক্ষাকে ডিজিটালাইজেশনেও জোর দেয়া হয়েছে জানিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান শেখ হাসিনা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হওয়া ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। সেই সাথে তারা যেন অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে না পরে, সেদিকেও নজর দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী। পরে গেল বছর শিক্ষায় অসামান্য অবদান ও ক্রীড়ায় সাফল্যের জন্য শিক্ষার্থী ও সংশ্লিস্টদের সম¥াননা পদক প্রদান করেন শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি