ভারতীয় ৩ চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে চলবে
প্রকাশিত : ১৭:১৪, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:১৪, ২৯ জানুয়ারি ২০১৭
ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বাংলাদেশে চলবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
তিনটি চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ দেওয়া রুল খারিজ করে দিয়ে এ আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ এই রায় দেন। এর আগে ২৫ জানুয়ারি রুলের শুনানি শেষে আদালত আজ ২৯ জানুয়ারি রায়ের জন্য দিন নির্ধারণ করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। ওই তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে রিটটি করেন।
আরও পড়ুন