ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

১২জন বিশিষ্ট নাগরিকের সাথে সার্চ কমিটি বৈঠক আজ

প্রকাশিত : ১৪:৩৮, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩৮, ৩০ জানুয়ারি ২০১৭

  নির্বাচন কমিশন গঠনে, রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেয়ার জন্য মতামত নিতে সোমবার বিকেলে দেশের ১২জন বিশিষ্ট নাগরিকে সাথে বৈঠকে বসছে সার্চ কমিটি। সুপ্রিম কোট জজেজ লাউঞ্জে বিকেল চার টায়, এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। গেল শনিবার ছয় সদস্যের কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশিষ্ট নাগরিকদের তালিকায় আছেন, বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ। মতামত নেয়া হবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ সাখাওয়াত হোসেন ও  ছহুল হোসাইন এর। তালিকায় আরো আছেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ, সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি