ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কানাডায় মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত অর্ধশতাধিক

প্রকাশিত : ১৪:৩৪, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩৪, ৩০ জানুয়ারি ২০১৭

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয় অর্ধশতাধিক মানুষ। আহতদের পাশের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার রাতে কুইবেক ইসলামিক সেন্টারের ওই মসজিদে বন্দুকধারীরা হামলা চালায় বলে জানায় পুলিশ। গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে থাকা মুসলমানদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে এটিকে 'হেট ক্রাইম’ নয় সন্ত্রাসী হামলা বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে, হামলার ঘটনায় সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি