ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে কফি আনান কমিশনের প্রতিনিধি দল

প্রকাশিত : ১৭:৪৮, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪৮, ৩০ জানুয়ারি ২০১৭

দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে কফি আনান কমিশনের প্রতিনিধি দল। তাদের কাছে পরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা। কমিশন বিরাজমান পরিস্থিতি সমাধানে দুই দেশেরই সহযোগিতা চায় বলে জানানো হয়েছে। সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে যান কফি আনান কমিশনের সদস্যরা। এসময় আশ্রয় নেয়া রোহিঙ্গারা তাদের উপর নির্যাতনের বর্ণনা দেন। কফি আনান ফাউন্ডেশনের সহযোগিতায় গঠিত কমিশন এ প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমারের উইন ¤্রা, আই লুইন ও লেবাননের ঘাশান সালাম। এ বছরের দ্বিতীয়ার্ধে রোহিঙ্গা পরিস্থিতি সমাধানে সুপারিশ জমা দেবে কমিশন। পরে দুপের কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে কমিশনের প্রতিনিধি দলটি। বৈঠকে পুলিশ-বিজিবির উর্দ্ধতন কর্মকর্তা ও আন্তজার্তিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় রোহিঙ্গা সংকট সমাধানে পারস্পারিক বিষয় নিয়ে আলোচন হয় বলে জানান জেলা প্রশাসক। বিভিন্ন জরিপ অনুযায়ী, গেল বছরের শেষ দিকে মিয়ানমারে সংহিসতার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় নেয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি