ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

২০৩০ সালের মধ্যে জেন্ডার সমতা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে- স্পিকার

প্রকাশিত : ২২:০৭, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ২২:০৭, ৯ মার্চ ২০১৬

spekrদেশের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ২০৩০ সালের মধ্যে জেন্ডার সমতা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন, স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উদযাপন উপলক্ষ্যে বাংলা একডেমীতে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও ওয়ার্ল্ড ভিশন আয়োজিত নারী পুরুষের সমতা নিয়ে এক আলোচনায় এ কথা জানান স্পিকার। বলেন, এই সরকার না রীর ক্ষমতায়নে বিশ্বাসী। শিক্ষা, চাকুরীসহ সব জায়গায় নারীর উন্নয়নে সরকারি বেসরকারী উদ্যোগের পাশাপাশি নারীদেরও প্রত্যয়ী হওয়ার আহ্বান জানান স্পিকার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি