ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

লিউকোমিয়ায় আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা

প্রকাশিত : ১৭:১২, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:১২, ৩০ জানুয়ারি ২০১৭

  লিউকোমিয়ায় আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুল ইসলাম মাসুদকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মাসুদের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য মঞ্চায়ন করা হয় তাসের দেশ শিরোনামের মঞ্চনাটক। এ নাটকে উঠে আসে জনমতকে মেনে নিয়ে তাসের রাজার অচলায়তন ভেঙ্গে নতুন সুরে এগিয়ে যাওয়ার গল্প। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশের নির্দেশনায় এ নাটকে অভিনয় করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লিউকেমিয়ায় আক্রান্ত শামসুল ইসলাম মাসুদের চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন। মঞ্চ নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্নভাবে এই অর্থ সংগ্রহ করছে মাসুদের সহপাঠীরা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি