ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশিদের ফেরাতে চীনে যাচ্ছে বিশেষ ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ২৭ জানুয়ারি ২০২০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে চীনসহ গোটা বিশ্বজুড়ে। এরইমধ্যে দেশটির উহানে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে প্রয়োজনে বিমানের বিশেষ ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে চীন সরকারকে চিঠি দেয়া হয়েছে। চীনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে আমরা এরইমধ্যে বাংলাদেশিদের ফিরিয়ে আনা-সংক্রান্ত সব প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে রেখেছি।

তবে, চীন থেকে যাদের ফিরিয়ে আনা হবে তাদেরকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সরকার সতর্কতা জারির ব্যবস্থা নেবে বলেও জানান শাহরিয়ার আলম। 

এদিকে, চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস কোনওভাবেই যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। 

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি হিসেবে সারাদেশের সরকারি হাসপাতালে অনতিবিলম্বে আইসোলেশন ইউনিট খোলার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলের উহানে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর চাউর হয়। ইতোমধ্যে মারণঘাতী এ ভাইরাস চীনের বিভিন্ন শহরের পাশাপাশি বিশ্বের বেশকিছু দেশেও ছড়িয়ে পড়েছে।

মূলত, করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনা কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্টও। সাধারণ ফ্লুর মতোই হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এ রোগের ভাইরাস।

এদিকে, চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছেই। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও দুই হাজার ৭৪৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি