ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে গাছের সঙ্গে প্রাইভেটকার ধাক্কা লেগে নিহত ৩

প্রকাশিত : ১১:০৩, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০৩, ৩১ জানুয়ারি ২০১৭

  বরিশালের বাবুগঞ্জে গাছের সঙ্গে প্রাইভেটকার ধাক্কা লেগে নিহত হয়েছে ৩ জন। পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী প্রাইভেটকারটি বাবুগঞ্জের রহমতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে আরো একজনের মৃত্যু হয়। নিহতে মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাদের নাম মনির ও সমির, তারা বরিশাল নগরীর সাগরদি এলাকার বাসিন্দা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি