ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পদ্মা সেতু নির্মানযজ্ঞে বিদেশীদের পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশীরাও

প্রকাশিত : ১১:৪৩, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:৪৩, ৩১ জানুয়ারি ২০১৭

বিশ্বের অন্যতম মেগা প্রকল্প, পদ্মা সেতু নির্মানযজ্ঞে বিদেশীদের পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশীরাও। স্বপ্নের সেতু বাস্তবে রূপ দেওয়ার প্রক্রিয়ায়, দেশী শ্রমিক ও প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নকেও বড় অর্জন মনে করা হচ্ছে। নিরাপত্তা বিধান এবং তিনটি প্যাকেজের নির্মান তদারকি পরামর্শক হিসেবে সেনাবাহিনীর ভূমিকাও প্রশংসনীয় মনে করেন সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন মুহাম্মদ নূরন নবী। প্রতিদিনই দৃশ্যমান হচ্ছে, স্বপ্নের সেতু’র বিভিন্ন স্থাপনা। পদ্মা পাড়ের, ওয়ার্কসপগুলো কিংবা প্রমত্তা পদ্মার বুকে, দিন রাত চলছে, বিশাল এক কর্মযজ্ঞ। এতে, কাজ করছে, বিশ্বের ১২টি দেশের, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ও শ্রমিকরা। তাদের পাশাপাশি, এই কাজে, দেশী শ্রমিকরা কোন অংশে কম অংশীদার নয়। প্রতিদিন এক থেকে দেড় হাজার শ্রমিক অবদান রাখছে, সেতু নির্মানে। অর্থনৈতিক মুক্তির আশা জাগানিয়া, এই সেতু নির্মানের ইতিহাসে শরিক থাকতে পেরে গর্বিত তারা। পারস্পরিক অভিজ্ঞতা, নিজেদের দক্ষতায় উন্নয়ন এবং সক্ষমতা ভবিষ্যতে, আরো বড় বড় প্রকল্পের বাস্তবায়ন করতে সাহস দেখাচ্ছে এই শ্রমিকদের। শুধু, প্রত্যাশা, নির্ভরযোগ্য প্রকৌশলগত নির্দেশনা। এই কর্মযজ্ঞে, বাংলাদেশ সেনাবাহিনীও জড়িয়ে আছে ওতোপ্রতোভাবে। দেশী প্রকৌশলীদের অন্তর্ভূক্ত করে, ৫টি প্যাকেজের ৩টির সফল বাস্তবায়ন হচ্ছে, তাদের হাত ধরেই। শুধু তাই নয়, পুরো মেগা প্রকল্পটি বাস্তবায়নে, ৮শ ৭৩ জন বিদেশীর নিরাপত্তা বিধানেও, দ্বায়িত্ব পালন করছে, সেনাবাহিনীর কম্পোজিট ব্রিগেড। বাংলাদেশীদের শেখা ও মানিয়ে নেওয়ার অসাধারণ গুণের তারিফ করতে ভূলছেন না, কর্মরত বিদেশীরাও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি