ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনাভাইরাস: চীন ভ্রমন না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ২৮ জানুয়ারি ২০২০

চীনে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এমন অবস্থায় দেশটিতে আপাতত ভ্রমন না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে চীন থেকে কাউকে না নিয়ে আসারও আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডায়রিয়ার ওপর এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান মন্ত্রী। 

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা করোনাভাইরাসের বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিয়েছি। সবার মাঝে সচেতনা তৈরি করতে প্রচার-প্রচারণায় এটা নিয়ে এসেছি। বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দরে এ ভাইরাস শনাক্তকরণের ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের কর্মীরা ওখানে আছে যাতে শনাক্ত করতে পারে।”

করেনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, “আমি আমাদের লোকজনকে বলব- যারা দেশে থাকেন তারা এই সময় চীন ভ্রমণ কমিয়ে দেন। ভ্রমণ না করাই ভালো এবং এই মুহূর্তে ওই দেশ থেকে লোকজন না আনাই উচিত। করোনাভাইরাসের বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

বাংলাদেশের চিকিৎসাসেবার বিভিন্ন সাফল্যের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে পোলিও, টিটেনাস বিদায় নিয়েছে। আমরা কমিউনিটি ক্লিনিক, পরিবার-পরিকল্পনা সেন্টার চালু করেছি। বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। আমরা ওয়ার্ল্ড ক্লাস মেডিসিন তৈরি করছি, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে রফতানি হচ্ছে। আইসিডিডিআরবি খাবার স্যালাইন আবিষ্কার করেছে যা মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, আইসিডিডিআরবির এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক জন ডি ক্লেমেন্স প্রমুখ।

এআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি