ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফিলিস্তিনের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন আগামীকাল

প্রকাশিত : ১৯:১৯, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৯, ৩১ জানুয়ারি ২০১৭

তিন দিনের সফরে আগামীকাল বুধবার বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর্ন্তজাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতেই এই সফর। ভুখন্ড আধিপত্যকে ঘিরে ইসরাইল-ফিলিস্তিন বৈরীতা দীর্ঘদিনের। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলা এই রাজনৈতিক অচলাবস্থায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলিদের নৃশংসতা দেখে স্তম্ভিত হয়েছে বিশ্ব। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন লড়াই করে গেছেন, ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা  ইয়াসির আরাফাত। বন্ধু হিসেব পাশে পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় অব্যাহত সমর্থন জুগিয়েছেন তিনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও ইয়াসির আরাফাতকে সেই শ্রদ্ধাই জানিয়েছেন, স্বাধীনতার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেন্সন মেন্ডেলার সাথে আমন্ত্রন জানান, বিশ্বনন্দিত এই নেতাকে। তারই ধারাবাহিকতায় বুধবার তিন দিনের সফরে আসছেন মাহমুদ আব্বাস। দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতেই এই সফর বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজেদের অধিকার আদায়ে আরো সুদৃঢ় ভূমিকা রাখতে বাংলাদেশের সমর্থন প্রত্যাশি হতেও রাষ্ট্রপতির আগমন হতে পারে বলে মনে করছেন তারা। ফিলিস্তিনের রাষ্ট্রপতির এই সফর দু-দেশের পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলেই মনে করেন বাংলাদেশের মানুষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি