ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চেলসিকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

প্রকাশিত : ১৩:৩৪, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৩৪, ১০ মার্চ ২০১৬

psgউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে চেলসিকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো পিএসজি। টিকে থাকার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই সমান তালে খেলতে থাকে দুদল। ১৬ মিনিটে মিডফিল্ডার আদ্রিয়েন গোল করলে ১-০তে এগিয়ে যায় পিএসজি। তবে, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ২৭ মিনিটে চেলসির হয়ে দিয়াগো কস্তা গোল করে সমতা আনেন। প্রথমার্ধে আর গোল না হলে ১-১ ব্যবধানের সমতায় থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পিসজি। ৬৭ মিনিটে সুইডিস তারকা ইব্রাহিমোভিচ গোল করলে আবার এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই জয় পায় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠলো তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি