ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

হঠাৎ মার্কিন দূতাবাসে ইশরাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৩১ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৫৬, ৩১ জানুয়ারি ২০২০

রাত পোহালেই ঢাকার দুই সিটির ভোট। এমন মুহূর্তে নির্বাচন নিয়ে শঙ্কার কথা তুলে ধরতে হঠাৎ ঢাকায় মার্কিন দূতাবাসে হাজির হন দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত দেয়ার জন্য আজ শুক্রবার মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনস্যুলারের সঙ্গে বৈঠক করেন বিএনপির এই মেয়রপ্রার্থী। গুলশানের বে টাওয়ারে দুপুর ১২টায় শুরু হয় এ বৈঠক। চলে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত।

দূতাবাস থেকে বেরিয়ে এসে ইশরাক হোসেন বলেন, ‘মার্কিন দূতাবাসের একজন প্রতিনিধির সাথে আমরা বৈঠক করেছি। এটা পূর্বনির্ধারিত বৈঠক। উনি সকল প্রার্থীর সাথে বৈঠকে বসেছেন। আমার প্রতিদ্বন্দ্বির সাথেও বসেছেন।’ 

বিএনপির এ মেয়র প্রার্থী বলেন, ‘বৈঠকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মতামত জানতে চাওয়া হয়। নির্বাচন নিয়ে কি কি শঙ্কা রয়েছে, তা জানতে চাইলে আমি বাস্তব চিত্র তুলে ধরেছি।’

ঢাকা দক্ষিণ সিটিতে প্রায় সাড়ে তিনশ থেকে চারশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে ইশরাক বলেন, ‘ধানের শীষের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র পাহারা দেবে। কেন্দ্র দখল করা হলে যে কোনো মূল্যে দখলমুক্ত করা হবে।’

এর আগে গত ২৬ জানুয়ারি বিকেল ৩টার দিকে রাজধানীর গোপীবাগে ইশরাক হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। 

এদিকে সিটি নির্বাচনে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপের সমালোচনা করছে সরকার। বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের একাধিক প্রভাবশালী নেতা ও মন্ত্রী কূটনীতিকদের কোড অব কন্ডাক্ট মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি