ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ৩১ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’র (ডিএসসিসি) নির্বাচনে ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামীকাল শনিবার সকাল ৮টায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেসং উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন’র (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে কেন্দ্রগুলোয় নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি