ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আগামী ১৯শে মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে: হান্নান শাহ

প্রকাশিত : ১৪:৩৯, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৩৯, ১ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ১৯শে মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তৃনমূল দলের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। হান্নান শাহ বলেন, দলের জাতীয় কাউন্সিল করতে সব রকম প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কয়েকদিনের মধ্যেই কমিটি করা হবে বলেও জানান তিনি। সফলভাবে কাউন্সিল করতে পারা বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি