ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাংবাদিক মিথুন মাহফুজের মৃত্যুতে ডিআরইউ’র শোক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ১ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্য ও দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মিথুন মাহফুজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১ ফেব্রুয়ারি, ২০২০ শনিবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগজনিত কারণে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ডায়বেটিস ও উচ্চ রক্তচাপে ভূগছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার বাদ যোহর ডিআরইউ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকালে খুলনার নিজ গ্রাম পাইকগাছায় স্থানীয় কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে।

মিথুন মাহফুজের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি