ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হ্যালো লিডারে এবার সাতক্ষীরার এমপি মীর মোস্তাক আহমেদ রবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২০

ভৌগোলিক অবস্থানসহ নানাবিধ কারণে অন্য জেলার চেয়ে পিছিয়ে আছে সাতক্ষীরা। সেখানকার মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছেন দিনের পর দিন, বছরের পর বছর ধরে। কিন্তু মনের চাওয়া পূরণ হয়নি। সেই সাতক্ষীরা সদর আসনে পর পর দু’বার বিজয়ী হয়েছেন বীরমুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি। যাঁর মার্কা ছিল নৌকা। আওয়ামী লীগ নেতা মোস্তাক রবি নির্বাচিত হবার পর পাল্টে দেয়ার চেষ্টা করছেন সাতক্ষীরার উন্নয়নচিত্র। ভোটের আগে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি জিতলে ভাগ্যের উন্নয়ন ঘটবে সুন্দরবন আর ভোমরা বন্দরখ্যাত সীমান্ত জেলা সাতক্ষীরার মানুষের। কিন্তু কতোটুকু হয়েছে সেখানকার মানুষের সার্বিক উন্নয়ন? তারই আদ্যোপান্ত উঠে এসেছে একুশে টিভির হ্যালো লিডার অনুষ্ঠানে। 

আগামীকাল ০২ ফেব্রুয়ারি রোববার রাত ১০টায় একুশে টেলিভিশনের জনপ্রিয় সাংবাদিক ড. অখিল পোদ্দারের মুখোমুখি হবেন  সাতক্ষীরার এমপি মীর মোস্তাক আহমেদ রবি। পেশায় ব্যবসায়ী মোস্তাক রবি এর আগেও সাতক্ষীরা সদরের সংসদ সদস্য ছিলেন। অনুষ্ঠান প্রযোজক মানিক শিকদার, বলেন, হ্যালো লিডার একুশে টিভির ভিন্নমাত্রার জবাবদিহিমূলক অনুষ্ঠান। যার উদ্দেশ্য জনক্ষমতায়ন এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করা।

অনুষ্ঠান উপস্থাপক ড. অখিল পোদ্দার বলেন, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে ভোট দেন। ব্যালটে সিল দেয়ার মধ্য দিয়ে স্বপ্ন দেখেন পূর্ণাঙ্গ নাগরিক সেবাপ্রাপ্তির। কিন্তু মানুষের সেসব আশা কি পূরণ হয়? অনেকাংশেই অপ্রাপ্তি থেকে যায়। ক্ষমতার রাজনীতিতে যখন জবাবদিহিতা উধাও হতে বসেছে তখন একুশে টেলিভিশনের ব্যতিক্রমী উদ্যোগ ‘হ্যালো লিডার।’ নেতাদের ভুলে যাওয়া প্রতিশ্রুতিগুলো মনে করিয়ে দিয়ে তা বাস্তবায়নই হ্যালো লিডারের উদ্দেশ্য।

একুশে টেলিভিশনের হেড অফ ইনপুট ড. অখিল পোদ্দারের সঞ্চালনায় এবারের হ্যালো লিডার অনুষ্ঠানে প্রাসঙ্গিক হয়ে উঠবে পিছিয়ে পরা সাতক্ষীরার সামগ্রিক উন্নয়ন। বিশেষকরে শিল্পের পাশাপাশি ব্যবসাবান্ধব সাতক্ষীরা বিনির্মাণে গুরুত্ব দিয়েছেন উপস্থাপক ড. পোদ্দার। অনুষ্ঠানের উপস্থাপক জানান, অনুষ্ঠানটি রোববার রাত ২টায় ও পরদিন সোমবার সকাল ৭টায় পুণ:প্রচার হবে। ড. পোদ্দার আরও বলেন, এটি একটি জনক্ষমতায়নবিষয়ক অনুষ্ঠান। দুর্নীতি রোধ করে জনপ্রতিনিধিদের উন্নয়ন কাজ বাস্তবায়নে বাধ্য করাই অনুষ্ঠানের উদ্দেশ্য, যা সংশ্লিষ্ট নেতার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। বিশেষকরে বিভিন্ন ভাতার কার্ডের নামে লুটপাট, ঠিকাদারিতে পুকুরচুরিসহ নানামূখি অনিয়ম বন্ধ করতেই জবাবদিহিমূলক এ অনুষ্ঠান। 

উল্লেখ্য, গণমানুষের দুঃখ-কষ্ট ও সেবাবঞ্চনা নিয়ে এক যুগ ধরে ‘জনদুর্ভোগ’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে আসছেন অখিল পোদ্দার। হ্যালো লিডারের গবেষক মোস্তাফিজুর রহমান অপু জানান, একুশে টেলিভিশনের এ অনুষ্ঠানটি সাধারণ মানুষের কথা বলার প্ল্যাটফরম।  

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি