ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সার্চ কমিটি আরো ৪ বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করবেন আজ

প্রকাশিত : ১৬:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গ্রহণযোগ্য নতুন নির্বাচন কমিশন গঠনে সদস্যদের নাম প্রস্তাবের জন্য গঠিত সার্চ কমিটি আজ বুধবার আরো চার বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করবে। বুধবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হবে। আমন্ত্রিতরা হলেন- সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদকে আমন্ত্রণ জানানো হলেও পরে তার নাম বাদ দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, আব্দুর রশিদের নামে প্রতারণা মামলা থাকায় তাকে বাদ দেয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি