ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাপস-আতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২৩:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পথে থাকা আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।   

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাত সোয়া ১০টার দিকে গণভবন ছাড়েন আতিক ও তাপস।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত এই দুই প্রার্থী জয়ের পথে রয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি