ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রংপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

প্রকাশিত : ১৬:২৯, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:২৯, ১ ফেব্রুয়ারি ২০১৭

রংপুরের তারাগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশী পাইপ গান ও একটি ওয়ান সুটার গান উদ্ধার করে। বুধবার ভোরে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের কুর্শা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামের লেংটিছড়া ব্রিজের কাছে সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়া হয়েছে-এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে মশিউর ও বিজয় নামে দুই ডাকাত নিহত হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের দু’জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি