ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাজধানীতে ১১তম বেসিস সফটএক্সপোর উদ্বোধন

প্রকাশিত : ১৬:২৩, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:২৩, ১ ফেব্রুয়ারি ২০১৭

ইন্টারনেট সেবার প্রসারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দ্রুত এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ফিউচার ইন মোশন’ স্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগারোতম বেসিস সফটএক্সপোর উদ্বোধনীতে প্রযুক্তি জ্ঞান বিকাশে নানা পরিকল্পনা তুলে ধরেন সরকারের মন্ত্রীরা। বেসরকারি খাতের সবচে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনীতে অংশ নিচ্ছে দেশী বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, উদ্ভাবন ও গবেষণার মধ্য দিয়ে দ্রুতই বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ। এ লক্ষ্যে বিগত বর্ধিত পরিসরেই হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের এবারের আয়োজন। চারদিনের এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীণ শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের সাফল্যের পাশপাশি বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নিচ্ছে দেশ বিদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইটি সংগঠনসহ শতাধিক প্রতিষ্ঠান। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার ৫ লাখেরও বেশি দর্শনার্থী মেলায় আসবে বলে আশা করছেন আয়োজকরা। আয়োজনে প্রদর্শণী ছাড়াও থাকছে সেমিনার ও টেকনিক্যাল সেশন ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি