ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুর মেডিকেলে ক্যান্সার আক্রান্তদের রেডিওথেরাপি দেয়ার মেশিনটি ৮ মাস ধরে বিকল

প্রকাশিত : ০৮:৫৩, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ০৮:৫৩, ১০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার আক্রান্তদের রেডিওথেরাপি দেয়ার এক মাত্র মেশিনটি ৮ মাস ধরে বিকল। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা পাচ্ছেনা প্রযোজনীয় চিকিৎসা সেবা। দরিদ্র আর নিম্নবিত্ত রোগীরা পড়েছেন চরম দূর্ভোগে। চিকিৎসকরা জানিয়েছেন, নতুন একটি কোবাল থেরাপি মেশিনের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েকবার চিঠি দেয়া হয়েছে। নীলফামারীর গারাগ্রামের গৃহবধু রিক্তা বেগম। গলায় ক্যান্সার। জমি জমা বিক্রি করে ৫ বার কেমোথেরাপি নিয়েছেন। রেডিওথেরাপির জন্য ভর্তি হয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু একমাত্র কোবাল মেশিনটি বিকল। বন্ধ চিকিৎসা। অন্য কোথাও গিয়ে রেডিওথেরাপি নেয়া হতদরিদ্র রিক্তার পক্ষে প্রায় অসম্ভব। রিক্তার মতো আরো অনেকেই আছেন এই হাসপাতোলে। রেডিওথেরাপি দিতে না পাড়ায় ধুকছেন রোগ যন্ত্রনায়। গেলো বছরের এপ্রিলে নষ্ট হয়ে যায় কোবাল মেশিনটি। এরপর থেকে রেডিওথেরাপি দেয়া বন্ধ। ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরীভাবে নতুন একটি কোবাল মেশিন স্থাপনের দাবি চিকিৎসকদের। এই সংকট সমাধানে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি