ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আগামীকাল পটুয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১১:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২০

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৪ ও ৫ ফেব্রুয়ারি পটুয়াখালী সফর করবেন। সফরকালে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন এবং কলাপাড়া উপজেলার কুয়াকাটায় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গতকাল রোববার সন্ধ্যায় জানান, ‘রাষ্ট্রপতি ৫ ফেব্রুয়ারি বেলা ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন।’

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতির কুয়াকাটা যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সূত্র: বাসস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি