দলের প্রত্যেকে যার যার খেলাটা খেলতে পারলে ফলাফল পাওয়া সম্ভব: মুশফিক
প্রকাশিত : ২০:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৭
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে দলের প্রত্যেকে যার যার খেলাটা খেলতে পারলে ফলাফল পাওয়া সম্ভব বলে মত বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের। মিরপুরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মুশফিক। এদিকে, এই সফরকে চ্যালেঞ্জিং মানলেও সাফল্য পাওয়া কঠিন নয় বলে মত হেড কোচ চন্দিকা হাথুরুসিংহের।
বাংলাদেশের প্রতিবেশী দেশ বন্ধু প্রতিম ভারত। বিশ্বের অনেক শক্তিশালী দেশে গিয়ে টেস্ট খেললেও টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ষোল বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রন পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই টেস্টের আগে প্রস্ততির জন্য পর্যাপ্ত সময় পায়নি মুশফিক বাহিনী। এছাড়া সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষেও ভাল করতে পারেনি টাইগাররা। এরপরও ভারতের মাটিতে একমাত্র টেস্টে সাফল্য পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আর ভারতের বিপক্ষে বাংলাদেশের দলটি বেশ শক্তিশালী বলেও মত তাঁর।
এদিকে, টেস্টে ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে দলের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে জানান, বাংলাদেশ দলেও অনেক ম্যাচ উইনার রয়েছে। পরিকল্পনা অনযায়ী খেললে ভাল ফলাফল পাওয়া কঠিন নয় বলে মত হাথুরু সিংহের।
বৃহস্পতিবার দুপুরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
নিজ দেশে ভারত সব সময় শক্তিশালী। তবে, আমরা বেশ আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য থাকবে, ভাল খেলে জয় তুলে নেয়া।
আরও পড়ুন