ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ভারতের বিপরিতে টেস্ট খেলতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশিত : ১০:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেকের পর টাইগারদের এটাই প্রথম ভারত সফর। ১৭ বছরে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে ৯ ফেব্র“য়ারী হায়দরাবাদে। আজ বেলা ১১টা ৪০ মিনিটে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মুশফিক বাহিনী। প্রথমে কলকাতায়, পরে বিকেল সাড়ে ৩টায় হায়দরাবাদের উদ্দেশে রওনা হবে। প্রথম দুইদিন বিশ্রাম নেবেন টাইগাররা। চাইলে ঐচ্ছিক অনুশীলনও করতে পারে। এরপর ৫ ফেব্র“য়ারী সেচুন্দেরাবাদের জিমখানা গ্রাইন্ডে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি