ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রক্রিয়া শুরু নিয়ে আলোচনার পক্ষেই রায় দিলো ব্রিটেনের পার্লামেন্ট

প্রকাশিত : ১০:১৭, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৭, ২ ফেব্রুয়ারি ২০১৭

অবশেষে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রক্রিয়া শুরু নিয়ে আলোচনার পক্ষেই রায় দিলো ব্রিটেনের পার্লামেন্ট। এরফলে ব্রেক্সিট কার্যকর করা নিয়ে আলোচনা শুরু করতে আর কোনো বাধা রইল না। দ্যা ইউরোপিয়ান ইউনিয়ন-নোটিফিকেশন অব উইড্রল নামে বিলটি নিয়ে দুদিন বিতর্কের পর বুধবার  ভোটাভুটি হয়। এতে ৪৯৮ এমপির মধ্যে বিলের পক্ষে ভোট দেন ৩৮৪জন। বিপক্ষে ভোট দেন লেবার পার্টির নেত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকীসহ ১১৪ জন। আইনে পরিণত করতে আগামী সপ্তাহে হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসে পাঠানো হবে বিলটি। আগামী ৩১ মার্চের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর সময়সীমা বেঁধে দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি