ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেক্স টিলারসনই যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন

প্রকাশিত : ১০:১৮, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৮, ২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাশিয়া ইস্যুতে বিতর্কিত রেক্স টিলারসনই যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। আর প্রথম চ্যালেঞ্জ হিসেবে ট্রাম্পের প্রবেশ নিষেধাজ্ঞা ইস্যুর মুখোমুখি হচ্ছেন তিনি। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে শপথ নেন এক্সন মোবিলের সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা। এরআগে মার্কিন কংগ্রেস টিলারসনের নিয়োগ চূড়ান্ত করে। ট্রাম্পের মনোনিত হলেও সম্প্রতি সিনেট শুনানিতে বাণিজ্য চুক্তি, জলবায়ু পরিবর্তন ও মেক্সিকো ইস্যুতে ভিন্নমত পোষণ করেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ­ালাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত হওয়ায় টিলারসনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে। এদিকে ইসলামী জঙ্গি দমনে ‘কাউন্টারিং ইসলামিক এক্সটিরিজম’ নামে নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে গেল সপ্তাহে পারমানবিক অস্ত্রবহনে সক্ষম ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানোয় এবার ইরানকে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি