ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সমুদ্র সৈকতসহ পুরো কক্সবাজার শহরকে ফ্রি ওয়াইফাই জোন করার ঘোষণা

প্রকাশিত : ১০:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৭

সমুদ্র সৈকতসহ পুরো কক্সবাজার শহরকে ফ্রি ওয়াইফাই জোন করার ঘোষণা দিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। বুধবার সন্ধ্যায় সমুদ্র সৈকতের ৩টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্র বিন্দু এবং অন্যতম পর্যটন নগরী উল্লেখ করে এর ধারাবাহিক উন্নয়নের কথা জানান প্রতিমন্ত্রী। ‘আমার নেটওয়ার্ক’ নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে সৈকতের লাবণী, সী ইন এবং কলাতলী পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন সুযোগ দেয়া হচ্ছে। এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতারা ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি