ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক নির্যাতনকারি পুলিশের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা গণমাধ্যম কর্মীদের

প্রকাশিত : ১৯:৩২, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩২, ২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সাংবাদিক নির্যাতনকারি পুলিশ সদস্যদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার <ংঃৎড়হম>দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধনে একথা বলেন, সাংবাদিক নেতারা। তারা বলেন, নির্যাতনের সঙ্গে জড়িত একজন পুলিশকে সাময়িক বরখাস্ত করলেই হবে না, এর সঙ্গে জড়িত অন্যদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে পুলিশের তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি জানান তারা। এ’ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, কঠোর কর্মসূচি দেয়ার কথাও জানান সাংবাদিক নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি