ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাগেরহাটে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু প্রধান সহ নিহত ৪

প্রকাশিত : ১২:২৩, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০১, ১০ মার্চ ২০১৬

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের কচিখালী দরজার খাল এলাকায় র‌্যাব ও কোষ্টগার্ডের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু মনির বাহিনীর প্রধান মনিরুল ইসলাম ও তার ৩ সহযোগী নিহত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৭ টার দিকে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময়ে বনদস্যুদের ব্যবহৃত ১৮ টি আগ্নেয়াস্ত্রসহ সাড়ে চারশ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব ও কোষ্টগার্ডের সদস্যরা। সকাল ৭টা, সুন্দরবনের শরনখোলা রেঞ্জের কচিখালী খাল এলাকায় ঘটে শ্বাসরুদ্ধকর ঘটনা। র‌্যাবের দেয়া তথ্যমতে, জলদস্যুদের সাথে প্রায় ঘন্টা ব্যাপী চলে র‌্যাব ও কোষ্টগার্ডের বন্দুকযুদ্ধ। র‌্যাব-৮ এর কমান্ডার ফরিদুল আলম ও কোষ্টগার্ডের পশ্চিম জোন কমান্ডার মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুন্দরবনের কচিখালী এলাকায় যৌথ টহলের সময় দরজার খালে বনদস্যুদের উপস্থিতি টের পাওয়া যায়। সেখানে অভিযান শুরু করলে বনের ভেতর থেকে গুলি করে জলদস্যুরা। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। এসময় জলদস্যু মনির বাহিনীর প্রধান মনিরুল ও উপ-প্রধান এনামসহ ৪জন নিহত হয়। বরগুনা জেলা মৎস্য জিবি ট্রলার মালিক সমিতির নেতা ও জেলেরা নিহত মনিরের বাড়ী পাথরঘাটা এবং এনাম, গিয়াস ও হাসানের বাড়ী চট্টগ্রাম এলাকায় সনাক্ত করে। এদিকে অভিযান শেষে যৌথ বাহিনী ঘটনা স্থল থেকে দস্যুদের ব্যবহৃত দেশী বিদেশী  ১৮টি অস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করে। এসব অস্ত্র ও গোলাবারুদ বাগেরহাটের শরনখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি