ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

মেঘালয়ে চলছে বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১১:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে মেঘালয়ে চলছে দুই দেশের যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া। গত সোমবার শুরু হওয়া ‘সম্প্রীতি-৯’ শীর্ষক এই মহড়া ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী মেঘালয়ের উমরোইতে শুরু হওয়া মহড়ার বিষয়ে বাংলাদেশের আইএসপিআর পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ জানান, বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ‘সম্প্রীতি’ একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই ধরনের মহড়া প্রতিবেশী দুই দেশই পর্যায়ক্রমে আয়োজন করে।

প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধিই মহড়ার উদ্দেশ্য। সম্প্রীতি মহড়ায় সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন অভিযানে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ও প্রাধান্য পেয়ে থাকে।

‘সম্প্রীতি-৯’ চলাকালে একটি কমান্ড পোস্ট মহড়া (সিপিএক্স) ও একটি ফিল্ড ট্রেনিং মহড়া (এফটিএক্স) সম্পন্ন করবে উভয় দেশের সামরিক বাহিনী। সিপিএক্স ও এফটিএক্সে জাতিসংঘ চার্টার মেনে সন্ত্রাস মোকাবিলায় দুই দেশের কার্যক্রমের একটি চিত্র ফুটিয়ে তোলা হবে। মহড়ায় দুই পক্ষের সেনারাই সন্ত্রাসবিরোধী অভিযানের যৌথ প্রশিক্ষণে অংশ নেবে। 

এর আগে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে সম্প্রীতি-৮ মহড়া অনুষ্ঠিত হয়।

এমবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি