ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রাজধানীর মোহাম্মদপু থেকে জামায়াতের ২৮ নারী কর্মী আটক

প্রকাশিত : ১৫:০৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

নাশকতা ও সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবেই মোহাম্মদপুরে জামায়াতের ২৮ নারী কর্মী জড়ো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে মানবতা বিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্যরাও রয়েছে বলে জানানো হয়েছে। বৃহষ্পতিবার মোহাম্মদপুরের তাজমহল রোডে ঢাকা মহানগর পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় জামায়াতের এই ২৮ নারী কর্মী। তাদের কাছ থেকে উদ্ধার হয় জিহাদি বই, লিফলেট ও গুরুত্বপূর্ণ নথিপত্র। গ্রেপ্তারকৃতদের কেউ কেউ পেশায় চিকিৎসক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুক্রবার সকালে এ’ বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গ্রেপ্তার জামায়াত কর্মীরা সরকার বিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে মোহাম্মদপুরে জড়ো হয়েছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ধর্মীয় প্রচারের নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোই তাদের লক্ষ্য বলেও জানায় পুলিশ। গ্রেপ্তার হওয়া জামায়াতের নারী কর্মীদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করছেন পুলিশের এই কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি