ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভারতে গত বছরের তুলনায় চিনি উৎপাদন বারলেও, পর্যাপ্ত আখ উৎপাদন না হওয়ায় উৎপাদন কমবে- ইসমা

প্রকাশিত : ১৬:৫৬, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ১০ মার্চ ২০১৬

চলতি বিপণন বর্ষের প্রথম পাঁচ মাসে ভারতে চিনি উৎপাদন আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। তবে পর্যাপ্ত আখ উৎপাদন না হওয়ায় এবার দেশটিতে চিনির সার্বিক উৎপাদন গত বছরের তুলনায় কমবে বলে জানিয়েছে ইন্ডিয়া সুগার মিলস অ্যাসোসিয়েশন- ইসমা। সংগঠনটির তথ্যমতে, চলতি বিপণন বর্ষের প্রথম পাঁচ মাসে ভারতে উৎপাদন হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার টন চিনি। ২০১৪-১৫ বিপণন বর্ষের একই সময়ে দেশটিতে উৎপাদন হয়েছিল ১ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার টন চিনি। ইসমা জানায়, চলতি বিপণন বর্ষের শুরুতে ভারতের ৫১৩টি মিল আখ মাড়াইকরণ শুরু করে। পর্যাপ্ত আখ সরবরাহ না থাকায় গত মাস পর্যন্ত বন্ধ হয়ে যায় ১০৭টি মিল। ইসমার তথ্যানুযায়ী এ বছর ভারতে মোট চিনি উৎপাদন হতে পারে ২ কোটি ৬০ লাখ টন। গেল বছর দেশটিতে ২ কোটি ৮৩ লাখ টন চিনি উৎপাদত হয়েছিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি