ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ১৮:০৬, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৬, ৩ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামের ফতেয়াবাদে মেধাবী শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামী লীগ, যুবলীগসহ সর্বস্তরের জনগণ। নগরীর ফতেয়াবাদ এলাকায় এই মানববন্ধন করা হয়। এ’সময় বক্তারা বলেন, এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিসহ অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় গত ২১ জানুয়ারি একদল সন্ত্রাসী এমইএস কলেজের শিক্ষার্থী নুরুল আলমের উপর হামলা চালায় এবং তাকে মারাত্মকভাবে জখম করে। এ’ ঘটনায় মামলা হলেও, পুলিশ মাদক বিক্রেতাদের গ্রেফতার করছে না। বরং প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি