ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রী সফিপুর যাচ্ছেন আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে যাচ্ছেন।  প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গে‌ছে।

তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০ তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। সকাল ১০টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থে‌কে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে যাত্রা কর‌বেন তিনি।

সকাল সাড়ে ১০টায় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান কর‌বেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ১টায় ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ কর‌বেন। এরপর বিকেলে সাড়ে ৪টায় সংসদ অধিবেশনে যোগদান কর‌বেন প্রধানমন্ত্রী। 

এদিকে, সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে আনসার-ভিডিপি সদস্যরা সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন। নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি