ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাংবাদিকদের উপর হামলা কঠোর হস্তে দমন হবে: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৮:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সংবাদ কর্মীদের উপর হামলা সরকার কঠোর হস্তে দমন করবে বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবাদ কর্মীদের উপর হামলা নিন্দনিয়। সরকার সাম্প্রতিক কয়েকটি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ ধরনের ঘটনায় সরকার কঠোর হস্তে দমন করবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেয়া সমীচীন না। এক্ষেত্রে যেই জড়িত হোক সরকার তাকে ছাড় দেবে না। 

 এ সময় উপস্থিত ছিলেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক, ট্রাস্টি রাহুল রাহা, সাইফুল ইসলাম দিলাল, নির্বাহী সদস্য আলমগীর স্বপন, মিল্টন আনোয়ার ও রিজভী নেওয়াজ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি