ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে সাংবাদিক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের, আটক ৭

প্রকাশিত : ১৪:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় পৌর মেয়রের গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। অভিযুক্ত মেয়র হালিমুল হক মিরুকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে সহকর্মী-স্থানীয়রা। এদিকে, হত্যার ঘটনায় মামলা করেছে শিমুলের পরিবার; ৭ জনকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, মেয়রকে গুলি করতে দেখেছেন তিনি। আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় মেয়রের গুলিতে দৈনিক সমকাল প্রতিনিধি, আব্দুল হাকিম শিমুল নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে আধাবেলা হরতাল পালন করে সহকর্মী ও স্থানীয়রা। হরতাল সমর্থকরা ঢাকা- সিরাজগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ’সময় সাংবাদিকরা শিমুল হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সুষ্ঠু বিচার চেয়েছেন রাজনীতিবিদরাও। ওই ঘটনায় সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পলাতক শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরু। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে মেয়র মিরুই শর্টগানের গুলি ছোঁড়েন। শাহজাদপুরে সাংবাদিক শিমুলের নামাজে জানাজায় অংশ নেয় বিভিন্ন দলের নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শেণী পেশার মানুষ। পরে নিজ গ্রাম মাদলায় দাফন করা হয় তাকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি