ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আ.লীগ উন্নয়নে বিশ্বাসী: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ। বর্তমান সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী। দেশের উন্নয়ন মানুষের চোখে পড়ছে এটাই বড় কথা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুফল পেতে শুরু করেছে জনগণ। তাই দলের উন্নয়নের কথা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে হবে। ‘দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গণতান্ত্রিক এ দেশে সবার জন্য কাজ করছে সরকার।’

এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় দেশের পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থীকে মনোনীত করবে আওয়ামী লীগ। আসনগুলো হলো- ঢাকা-১০, বগুড়া-১, গাইবান্ধা-৩, যশোর-৬ ও বাগেরহাট-৪। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এই বৈঠকে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি