ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা

প্রকাশিত : ০৯:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭

  এক সময় গ্রামীণ মানুষের বিনোদনের জন্য ঘোড়দৌঁড়, গরুর গাড়ির দৌঁড়সহ বিভিন্ন প্রতিযোগিতার প্রচলন ছিলো। কিন্তু, কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ’সব খেলা। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে আয়োজন করা হয় গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা। গত ৪ বছর ধরে ঝিনাইদহে আয়োজন করা হয় এই গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা। এ উপলক্ষে উৎসবে মেতে উঠে বেতাই গ্রাম। আর মাঠ জুড়ে ছিলো গ্রামীণ মেলা। গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। যশোর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা থেকে বাছাই করা মোট ১২টি গরুর গাড়ী এবারের দৌঁড় প্রতিযোগিতায় অংশ নেয়।   এবার প্রতিযোগিতায় প্রথম হয় যশোরের মোহাম্মদ রিয়াদের গাড়ি।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি