ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দূরদর্শী হয়েই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

দূরদর্শী হয়েই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক ৯ দেশীয় জোট ই-নাইনের ১১ তম অধিবেশনে যোগ দিয়ে এ তাগিদ দেন তিনি। সবার জন্য শিক্ষা নিশ্চিতে আঞ্চলিক, আন্তর্জাতিক ও জাতীয় ফোরামে যোগ দেয়া বিশ্বের শিক্ষাবিদ, গবেষক পর্যবেক্ষকদের আলোচনা থেকে কার্যকর সুপারিশ আশা করেন তিনি। শিক্ষা বিষয়ক বিশ্বের ৯ দেশীয় জোট ই-নাইনের এগারোতম অধিবেশন এবার ঢাকায় হোটেল রেডিসনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, মেক্সিকো, ব্রাজিল, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া রয়েছে এই জোটে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই জোটের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশই জোটটির নেতৃত্বে। এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার জন্য প্রয়োজনীয় ও মানসম্মত শিক্ষা দিতে নিজ দেশের জনগনের কাছে তার সরকারের দায়বদ্ধতা তুলে ধরেন শেখ হাসিনা। অধিবেশনে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার জন্য সবাইকে সোচ্চার হওয়ারও আহবান জানান প্রধানমন্ত্রী। অধিবেশনের মধ্য দিয়ে নিরক্ষরতা দূরীকরণে কার্যকর সুপারিশ আশা করেন তিনি। বিশ্বের অর্ধেক অর্ধেক জনগোষ্ঠীর ৯ দেশীয় এই জোটে রয়েছে বিশ্বের ৭০ ভাগ অক্ষরজ্ঞানহীন বয়স্করা। এই জোটের কার্যকর ভূমিকায় এই নিরক্ষরতা দূর হবে বলে আশা অন্যান্য দেশের প্রতিনিধিদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি